we don't publish book .. just create its art form
খালি হাতে আমাদের আসা আর যাওয়া দুইই। আমাদের মাঝের সময়ে যা কিছু সঞ্চয় তা সকলের কাছে পাওয়া একমুঠো ভিক্ষা বৈ আর কিছুই নয়। তাই আক্ষরিক অর্থে হয়তো আমরা সকলেই জীবন - মৃত্যুর মাঝের অবসর মিনিট - সেকেন্ড গণনায় শ্রমণ বা শ্রমণা।
এই নাম ভাবনা নিয়েই ২০১৮ সালের ১৪ ই জুলাই প্রকাশিত হয় একটি ত্রৈমাসিক শিল্প ও সাহিত্য পত্রিকা - শ্রমণা। বছরে চারটি সংখ্যার মধ্যে একটি বাধ্যতামূলক কিশোর সংখ্যা প্রকাশ করা হয় আমাদের আগামীর পাঠকের কথা মনে রেখে। পত্রিকা বিষয় ভাবনায় মূলত হালকা থেকে ভারি সকল বিভাগের অবাধ সঞ্চালনা পাতার অক্ষরে অক্ষরে। গুরু গম্ভীর তথ্য সমৃদ্ধ প্রবন্ধ - মনের খোরাক গল্প - কবিতায় প্রক্ষোভ বিলাস থেকে ভ্রমণে দিকশূন্যপুরে পাড়ি আবার রান্নাঘর, বৈঠকখানা ও সাজের ঘরেও উঁকিঝুঁকি, এই সব মিলেমিশেই খিচুড়ির মতোই একটি পুষ্টিকর পারিবারিক পত্রিকা শ্রমণা - সৃজন নদীর হাঁসুলি বাঁকে। প্রকাশিত পত্রিকার নানান বিষয় ভিত্তিক সংখ্যাগুলির মধ্যে উল্লেখযোগ্য শৈশব সংখ্যা, মাদল সংখ্যা, অক্ষর সংখ্যা, হিজিবিজির দেশে, পত্রালি সংখ্যা ইত্যাদি।
প্রথিতযশা লেখকদের লেখার সঙ্গে এই পত্রিকায় সর্বদা থাকে নতুন কলমের খোঁজ। মানের আপোষ না করেই এই নতুন - পুরোনোর মিলন শ্রমণা পত্রিকার মূল উদ্দেশ্য।
ভাবন ঘর
রা প্রকাশনের অনুসঙ্গ ইরা থেকে প্রকাশিত মাসিক ই-পত্রিকা, ভাবনঘর। শ্রমণা ফেসবুক গ্রুপের সদস্যদের নানা রকম কর্মশালার ভাবনা থেকে নির্বাচিত অংশ নিয়েই প্রকাশিত হয় ভাবনঘর ই-পত্রিকা। বিতর্ক থেকে পাকশালার পান্ডুলিপি, ছবিতা থেকে জিয়ানষ্টাল অথবা মঙ্গলে ঊষা বুধে পা থেকে, ভালো আছি ভালো থেকো - ইত্যাদি ইত্যাদি আকর্ষণীয় বিষয়ের উপস্থাপন থেকে বিশ্লেষণ নিয়েই প্রতিমাসের ই-পত্রিকা ভাবনঘর।
মন বড় বিষম বস্তু। জটিল থেকে জটিলতর পথে তার গমন। মনের পাজেলগুলি সহজে মিলিয়ে ফেলতে পারি না বলেই আমরা ভালো থাকি না। মনঃস্তাত্বিক এই টানাপোড়েনকে ভালো থাকায় বদলে দেওয়ার সবিশেষ প্রচেষ্টা নিয়ে প্রতি সপ্তাহে আমাদের নানা বিষয়ের উপস্থাপন - ভালো আছি ভালো থেকো - দৃঢ় উচ্চারণ ও যৌথ প্রতিজ্ঞা।
গল্প অল্প স্বল্প, রা প্রকাশনের এমন একটি মঞ্চ, যেখান থেকে ডুবুরী নামিয়ে গল্পকার খুঁজে বার করার মতো একটি দুরূহ কাজে হাত দেওয়া হয়েছে। প্রতিভা সম্পন্ন লেখকদের পাদপ্রদীপের নিচে নিয়ে আসা এবং তাদের কলমকে পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেওয়াই গল্প অল্প স্বল্পের উদ্দেশ্য। এই মঞ্চের মাধ্যমে গল্পকাররা এ সময়ের শক্তিশালী লেখকদের সামনে নিজেদের প্রকাশ করতে পারবেন। আমরা আশাবাদী এই ভাবনা এবং মঞ্চটি সকলের কাছে সমাদৃত হবে।
'অম্ল মধুর মস্করা আর/ মুক্ত হাস্যরস/ তাতেও আছে/ বাঙালিদের বনেদী হাতযশ।' একদম তাই। এই বনেদী হাতযশে - হিউমার, উইট, ল্যামপুন, স্যাটায়ার, প্যারোডি, আয়রনি, ক্যারিকেচার ... নিয়েই 'হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদী' - কবিতা, গল্প, সংলাপের সমাহারে - আমাদের হাসির দিন রবিবারের রম্য।
ছবির সাথে মনন ও কাব্যের মিশেলের নাম ছবিতা। ক্যামেরায় ধরা একটিই দৃশ্যপট - যা কবির কলমের লেখনীতে বাঁধা পড়ে বিভিন্ন দৃষ্টিকোণে, বিভিন্ন আঙ্গিকে। একটি ছবিকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে শব্দেরা হয়ে ওঠে কাব্যিক বহুগামী। ছবিতার সফলতা এই বহুগামী পংক্তিগুলিই।
আমাদের সকলের শৈশব জড়িয়ে আছে চক পেন্সিল আর শ্লেট জুড়েই - হাতেখড়ি থেকে দাগকাটা, প্রথম অক্ষরের সাক্ষী। আমাদের আগামী প্রজন্ম অর্থাৎ এখন যারা ক্ষুদে, তাদের লেখা, আঁকার ফটোগ্রাফির বিস্তৃত কল্পনার জগৎ এই স্লেট পেন্সিল।
চলে এসেছি তো সেই কবে,
তোকে ছেড়ে আসা আজও হয়নি ... সময়ের তালে তাল মিলিয়ে আমাদের এগিয়ে চলতে হয় জীবনের পথে, কিন্তু মনের সঙ্গোপনে থেকে যায় এমন কিছু যা ছেড়ে আসা যায় না। ভুলতে পারি না জমানো দেশলাই খোল, অ্যালুমিনিয়াম সুটকেশ, সাইকেল, প্রথম সিগারেট, প্রথম শাড়ি অথবা প্রথম স্কুল বা কলেজ কেটে সিনেমা দেখা - এমন আরও আরও অনেক কিছুর স্মৃতির অ্যালবাম ঘিরে আমাদের জিয়া - নষ্টাল - স্মৃতিরা যেখানে কথা বলে কলমে।
Baishakhi,
Ramkrishnamission Pally
P.O. Rajpur, P.S. Narendrapur
Kolkata 700149
+91 85 9797 3884
+91 90 3813 0757
+91 91 634 20543
+91 85 9797 3884 [whatsapp]
info@raaprakashan.com
raaprakashan@gmail.com
© Copyright 2020 - 2021 raaprakashan @dhiman paul - All Rights Reserved