প্রকাশ আগস্ট ২০২০
ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে রবীন্দ্রনাথ মৃত্যুকে বলছেন, ‘মরণ রে/ শ্যাম তোঁহারই নাম।' - মৃত্যু তাঁর কাছে তখন প্রেম সম ; আবার তিনিই নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতায় লিখেছেন - ' মৃত্যু অজ্ঞাত, তার চিন্তায় শরীর শিহরিয়া ওঠে, ভয়ে বুক ওঠে কেঁপে, সংসার থেকে বিদায় নিতে চোখে জল আসে, চোখ ঝাপসা হয়ে ওঠে। দুই বাহু দিয়ে এ বিদায়কে রুখে দিতে ইচ্ছে করে।' - এ এক বড় কঠিন অন্তর্দ্বন্দ্ব। তাঁর কবিতা থেকে গান, প্রবন্ধ থেকে চিঠি সর্বত্রই আমরা খুঁজে পাই মৃত্যু নিয়ে তাঁর ভিন্ন ভাবনা, নানারূপ দর্শন। এই বিষয়কে কেন্দ্র করেই রায়ান পত্রিকার রবি ঠাকুরের মৃত্যুদিনে ২২ শে শ্রাবণ সংখ্যায় বর্তমান লেখকদের কলমে থাকছে রবীন্দ্র নাথের মৃত্যুচেতনায় প্রবন্ধ, মুক্তগদ্য ও কবিতার সম্ভার।