free portfolio website templates


we don't publish book .. just create its art form


Timeline News Feed > month of July 2020

রায়ান ২২ শে শ্রাবণ

প্রকাশ আগস্ট ২০২০

ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে রবীন্দ্রনাথ মৃত্যুকে বলছেন, ‘মরণ রে/ শ্যাম তোঁহারই নাম।' - মৃত্যু তাঁর কাছে তখন প্রেম সম ; আবার তিনিই নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতায় লিখেছেন - ' মৃত্যু অজ্ঞাত, তার চিন্তায় শরীর শিহরিয়া ওঠে, ভয়ে বুক ওঠে কেঁপে, সংসার থেকে বিদায় নিতে চোখে জল আসে, চোখ ঝাপসা হয়ে ওঠে। দুই বাহু দিয়ে এ বিদায়কে রুখে দিতে ইচ্ছে করে।' - এ এক বড় কঠিন অন্তর্দ্বন্দ্ব। তাঁর কবিতা থেকে গান, প্রবন্ধ থেকে চিঠি সর্বত্রই আমরা খুঁজে পাই মৃত্যু নিয়ে তাঁর ভিন্ন ভাবনা, নানারূপ দর্শন। এই বিষয়কে কেন্দ্র করেই রায়ান পত্রিকার রবি ঠাকুরের মৃত্যুদিনে ২২ শে শ্রাবণ সংখ্যায় বর্তমান লেখকদের কলমে থাকছে রবীন্দ্র নাথের মৃত্যুচেতনায় প্রবন্ধ, মুক্তগদ্য ও কবিতার সম্ভার।

শ্রমণা পটের বিবি

প্রকাশ জুলাই ২০২০

বাঙলা সাহিত্যে অতীব অহংকারী, আয়েশী নারী হিসেবে বাগধারায় ব্যবহৃত হলেও আদৌ বাস্তবের পটের বিবিরা
কি তাই ? পটচিত্রের শিল্পী ও তাঁদের যন্ত্রণা, ক্রমশ হারিয়ে যাওয়া দুই বাঙলার একটি শিল্প ও একটি বিশেষ ঘরানার পটের গান - এই সমস্ত বিষয় নিয়েই শ্রমণার পটের বিবি সংখ্যা। সাথে থাকছে ভ্রমণ, রান্না, পরিপাটী, বসতবাটি সহ নিয়মিত নানা বিভাগের সমাহার। প্রকাশিত হচ্ছে জুলাইতে।

ভাবন ঘর জুলাই

প্রকাশ জুলাই ২০২০

কথায় আছে বাঙালী মাত্রই ভোজনরসিক। তবে এখন আর মাছে ভাতে বাঙালীর সীমাবদ্ধতা মোটেই নয়। এবারের ভাবনঘরের ভাবনাও সেইরকমই ভিন্ন স্বাদে স্বাদু। একটু উঁকিঝুঁকি সবাকার পাকশালায়। রান্নার ইতিবৃত্ত, রেসিপি, টিপস, রান্নাকরার অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি নিয়ে জুলাইতে আসছে ভাবনঘর ই-পত্রিকা পাকশালার পান্ডুলিপি।

Mobirise

এবার আষাঢ়ে গপ্প

আজাইড়্যা, আজাড়ে থেকে লোকমুখে অবশেষে আবার আষাঢ়ে গপ্প। আসলে আজগুবি, অমূলক, অদ্ভুতুড়ে কথারাও কলমের গুণে যে অসাধারণ গল্প হয়ে ওঠে তার পরিচয় - সেই ব্যারন মুনশাউজেন থেকে শুরু হয়ে বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী, নারায়ণ স্যান্যাল, পরশুরাম এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই 'ডমরু চরিত'। সেইরকমই আজগুবি শব্দেরা আবার গল্প হয়ে উঠেছে এবার যাঁদের কলমে -

শঙ্কর বন্দ্যোপাধ্যায় ।। বিপ্লব গঙ্গোপাধ্যায় ।। শ্যামলী আচার্য ।। অনিতেন্দু মোদক ।।
সুব্রত ভৌমিক ।। অনিন্দ্যকেতন গোস্বামী ।। হিমাংশু চৌধুরী ।। তপশ্রী পাল ।।
দেবকীনন্দন ব্যানার্জী ।। অনিন্দ্য পাল ।। মৌসুমী রায় ।। সৌমী আচার্য্য ।। অনুভা নাথ ।।
মৃণাল ঘোষ ।। চন্দ্রাণী বসু ।।

Address

Baishakhi, Ramkrishnamission Pally
P.O. Rajpur, P.S. Narendrapur
Kolkata 700149

Phone

+91 85 9797 3884
+91 90 3813 0757
+91 91 634 20543
+91 85 9797 3884 [whatsapp]

E-mail

info@raaprakashan.com
raaprakashan@gmail.com

© Copyright 2020 - 2021 raaprakashan @dhiman paul - All Rights Reserved